মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেটে আতিয়া মহল জঙ্গি হামলার যুক্তিতর্ক ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের আলোচিত ‘আতিয়া মহল’ জঙ্গি হামলা মামলার যুক্তিতর্কের তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের পিপি মুমিনুর রহমান টিপু জানান, আতিয়া মহল জঙ্গি হামলা মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সাফাই সাক্ষীর তারিখ ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি। তাদের পক্ষে আইনজীবী কিছু কাগজপত্র আদালতে পেশ করেছেন। পরে ট্রাইব্যুনালের বিচারক শুনানি করে ১৪ মার্চ মামলার যুক্তিতর্কের তারিখ ধার্য করেন। এর আগে গতকাল দুপুরে আদালতে হাজির করা হয় মামলার আসামি জেএমবি সদস্য বান্দরবান জেলার নাইক্ষংছড়ি থানার বাইশারী গ্রামের নুরুল আলমের ছেলে জহুরুল হক ওরফে জসিম (২৯), তার স্ত্রী মোছা. আর্জিনা ওরফে রাজিয়া (২১) ও নুর হোসেনের ছেলে মো. হাসানকে (২৮)। শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানো হয়। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৩ মার্চ দিবাগত রাত থেকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র‌্যাব, পুলিশ, সিআরটির পর সবশেষ যোগ দেয় সেনাবাহিনীর কমান্ডো দল। টানা ১১১ ঘণ্টা অভিযান চলে আতিয়া মহলে। এ অভিযানের নাম ছিল ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযান শেষে আতিয়া মহলের ভিতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ ছিলেন।

অভিযান চলাকালে আতিয়া মহল থেকে খানিক দূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে র‌্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও দুই পুলিশ সদস্যসহ মোট সাতজন নিহত হন। আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষে মামলা হয় তিনটি। এর মধ্যে একটি মামলায় গ্রেফতার দেখানো হয় জসিম, হাসান ও রাজিয়াকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর