শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার : গয়েশ্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যামট্যাব) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উনাদের এত দরদি হওয়ার কিছু নেই। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই। তিনি নিঃশর্ত মুক্তি পাবেন। কারণ তিনি নির্দোষ। মুক্তি পাওয়ার পর তিনি দেশে, নাকি বিদেশে চিকিৎসা নেবেন এটা তাঁর একান্তই নিজস্ব ব্যাপার। আগ বাড়িয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলেন, তাতে করে তারা জনগণকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা জাহানারা বেগম, অ্যামট্যাবের সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর