রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তিস্তার পানি প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভারতের পশ্চিমবঙ্গ সরকার তিস্তায় নতুন দুটি খাল খননের মাধ্যমে তিস্তা ও ধরলা নদী থেকে ‘একতরফা’ পানি প্রত্যাহারের প্রতিবাদে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকালে রংপুর সিটি করপোরেশনের সামনে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধনে রংপুর বিভাগের কয়েক শ নদী সুরক্ষায় আন্দোলনকারীরা অংশ নেন। পরিষদের সাধারণ সম্পাদক সফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কমরেড শাহাদাত হোসেন, আবদুল কুদ্দুস প্রমুখ। বক্তব্যে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘তিস্তা নদী রক্ষা করা সম্ভব না হলে বাংলাদেশ-ভারতের শতাধিক আন্তসীমান্ত নদীর একটিতেও শুষ্ক মৌসুমে পানি পাওয়া যাবে না। সরকারকে অতি দ্রুত তিস্তার পানির ন্যায্য হিসসা আদায় করতে হবে। সেই সঙ্গে নদীরক্ষায় সংশ্লিষ্টদের এখনই জেগে উঠতে হবে।’ মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘নদীর উজানে ভারত বাঁধ দেওয়ায় শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকছে না। ফলে রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে কৃষক সেচের অভাবে ফসল আবাদ করতে পারছে না। সরকার তিস্তা পানি চুক্তির কথা বলে এলেও আজ পর্যন্ত তা করতে পারেনি।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর