শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি

কিশোরগঞ্জ প্রতিনিধি

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি

গরিবদের জন্য এবারও প্রতি লিটার ১০ টাকা দরে দুধ বিক্রি করছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের শিল্পপতি এরশাদ উদ্দিন। গতকাল প্রথম রমজানে বিক্রি শুরু করেছেন। চলবে শেষ রোজা পর্যন্ত। নিজের খামারে উৎপাদিত সব দুধ প্রতিদিন ৭০ থেকে ৮০ জনের মধ্যে নামমাত্র মূল্যে বিক্রি করা হচ্ছে। দুধ নিতে আসা মুড়িকান্দি গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী রিনা বলেন, ‘সারা বছর দুধ খাইতাম পারি না। রোজার মইধ্যে এরশাদ ভাই আমরার লাইগ্যে ১০ ট্যাহায় দুধ দেয়। তিন বছর ধরেই ১০ ট্যাহায় দুধ পাই। দুধ দিয়ে খায়া শান্তিমতো রোজা রাখতাম পারি।’ এরশাদ উদ্দিন জানান, তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের ৪০০ গরু রয়েছে। এর মধ্যে গাভি ৬৫টি। দুধ দিচ্ছে ২৫টি। এ থেকে দৈনিক ৭০-৮০ লিটার দুধ পাওয়া যায়। সব দুধ রমজানজুড়েই গরিবদের জন্য ১০ টাকা লিটার দরে বিক্রি করবেন। তবে অতিদরিদ্র কেউ টাকা ছাড়া এলেও খালি হাতে ফিরছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর