বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক ইসলাম উদ্দিন (৪০) এর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বগুড়া শহরের শিববাট্টি এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে তিনি মারা যান। শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন জানান, শিববাটি এলাকায় আবুল কাশেমের নির্মাণাধীন ভবনের কাজ দেখাশোনা করতেন ইসলাম উদ্দিন। দুপুর সোয়া ১২টার দিকে তিনি কাজ দেখার জন্য দ্বিতীয় তলার ছাদে ওঠেন। সেখানে হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পারপুগী এলাকার মৃত সোবাহানের ছেলে।