গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, বিগত দুটি সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে পারেনি। তিনি বলেন, আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে পারিবারিক ইতিহাসে পরিণত করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর বিজয়নগরে এবি পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আবদুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, বি. এম. নাজমুল হক, এ বি এম খালিদ হাসান প্রমুখ।