মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাসায় ঝুলছিল তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসার দরজা ভেঙে লামিয়া আক্তার অর্পিতা (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি প্রতিষ্ঠানের কল সেন্টারে চাকরি করতেন। গতকাল সকালে খিলগাঁওয়ের নবীনবাগ এলাকা থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাত আড়াইটায় খিলগাঁও থানা পুলিশ নবীনবাগ ২৪৮/৯/বি নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। জানা গেছে, লামিয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মৃত আবদুর রশিদ খানের মেয়ে। খিলগাঁও থানার এসআই সোনিয়া পারভীন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, রবিবার রাতে ওই বাসার দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখা যায় লামিয়াকে। পরে তার লাশ নামানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজেই গলায় ফাঁস দিয়েছেন। তিনি বলেন, বিয়ের পর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ কম ছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে তার স্বামীকে পাইনি।

তার স্বামী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে লামিয়ার বড় বোন মানসুরা আক্তার মাঈশা জানান, এক বছর আগে সাইফ নামে এক যুবককে বিয়ে করে লামিয়া। এরপর থেকে ওই বাসায় ভাড়া থাকত। কল সেন্টারে চাকরি করত লামিয়া। রবিবার সকাল থেকে তাকে ফোন দিলেও লামিয়া ফোন রিসিভ করছিল না। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে তার বাসায় গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। ঘটনার আগ থেকে তার স্বামী সাইফকে পাওয়া যাচ্ছিল না। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর