শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ২০০ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার, আটক ৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে প্রতারণার কাজে ব্যবহৃত ২০০ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোল্ডেন টাওয়ারের আবাসিক হোটেলের পঞ্চম তলার ১১০ নম্বর কক্ষ থেকে টেলিস্কোপটি উদ্ধার করা হয়। এ সময় টেলিস্কোপ কেনাবেচার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ঢাকার কাফরুলের দেওয়ান হোসেনের ছেলে রবিউল আলম, পাবনার সাঁথিয়ার মৃত আবদুল কাদেরের ছেলে আবদুর রাজ্জাক, পাবনার জালাল উদ্দিনের ছেলে সামছুল হুদা, ঢাকার মিরপুরের নুরুল আমিনের ছেলে মিজানুর রহমান, পঞ্চগড়ের আবদুল করিমের ছেলে জাহিদুল ইসলাম ও পঞ্চগড়ের রুস্তম আলীর ছেলে শাহ আলম। টেলিস্কোফটি ১৮১৮ সালের। মেট্রোপলিটন ডিবির ওসি আবু সালেহ মোহাম্মদ পাঠান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০ বছরের পুরনো টেলিস্কোপ কেনাবেচা হচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ গোল্ডেন টাওয়ারে অভিযান চালায়।

এ সময় লাল কাপড়ে মোড়ানো একটি পিতলের টেলিস্কোপ পাওয়া যায়। যার গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ১৮১৮ সালে নির্মিত। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর