চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীরকে ধাক্কা দেওয়ায় অভিযুক্ত এএসআই সন্তু শীলকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে সন্তুকে আগামী ৬ মের মধ্যে সিএমপি ছাড়তে নির্দেশনা দেওয়া হয়। সিএমপির উপকমিশনার (সদর) আবদুল ওয়ারিশ আহমেদ বলেন, ‘বুধবার এএসআই সন্তু শীলকে খুলনা রেঞ্জে বদলির জন্য আদেশ হাতে পেয়েছি। তিনি শিগগির বদলিকৃত স্থানে যোগদান করবেন।’ জানা গেছে, গত ২০ এপ্রিল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রটোকল দিয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল কবীর। এ সময় ওসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ওই এএসআই। বিষয়টি নিয়ে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওসি। ওই দিন রাতেই এ ঘটনায় ওসি জাহিদুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি এএসআই সন্তুর বিরুদ্ধে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। সন্তু শীলও পাল্টা অভিযোগ দেন। উভয় অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীনকে। এ ঘটনার পর সন্তু শীলকে প্রত্যাহার করা হয়।