শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

শাহজালালে ৫৪ লাখ টাকার সোনাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ একজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওই ব্যক্তির নাম ফিরোজ মিয়া (৩৯)। গতকাল সকালে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর কার পার্কিংয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান বলেন, ফিরোজের প্যান্টের পকেটে ছয়টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৬৯৬ গ্রাম। এসবের বাজার মূল্য ৫৪ লাখ টাকা। জব্দ হওয়া সোনার বারের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। সকাল সাড়ে ৭টায় ফিরোজ বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর কার পার্কিংয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন। তাকে দেখে এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে অপ্রাসঙ্গিক উত্তর দেন। পরে তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে-তার কাছে সোনার বার আছে। পরে তার প্যান্টের পকেট থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

এপিবিএন জানায়, ফিরোজের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে বুধবার রাত সাড়ে ১২টায় প্রায় ৬৯৬ গ্রাম সোনাসহ বিল্লাল (৫৩) নামে আরও একজনকে আটক করে এপিবিএন। বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। এপিবিএন জানায়, তাদের অফিসে এনে তাকেও তল্লাশি করা হলে তার কাছেও ছয়টি গোল্ডবার পাওয়া যায়। প্রাপ্ত সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধেও বিমানবন্দর থানায় মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর