শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা
চীনা প্রকৌশলীর মৃত্যু

ক্ষতিপূরণ দাবিতে কারখানার গেটে পরিবারের অবস্থান

নরসিংদী প্রতিনিধি

ক্ষতিপূরণ দাবিতে কারখানার গেটে পরিবারের অবস্থান

নরসিংদীতে চীনা ব্যক্তির মালিকানাধীন টেক্সটাইল কারখানায় লি রংহুয়া (৫৭) নামে চীনা প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে নিহতের স্ত্রী ঝেং মেইলিং, ছেলে লি রংইয়ান ও নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অবস্থান করছেন। বৃহস্পতিবার (১১ মে) রাত থেকে তারা সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দির ফুজিয়ান ওনান টেক্সটাইল নামে একটি কারখানার প্রধান ফটকে অবস্থান করছেন। গত ৩ মে রাত ১০টার দিকে কারখানার ভিতরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে চীনা প্রকৌশলী লিং রংহুয়ার মৃত্যু হয়। তিনি চীনের জিয়াংসু প্রদেশের ফেংচেন টাউনের বাসিন্দা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় ৫ মে অপমৃত্যু মামলা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন। ফুজিয়ান টেক্সটাইলের প্রশাসনিক কর্মকর্তা নওশাদ আলম সাংবাদিকদের জানান, চীনা আইন অনুযায়ী এমন দুর্ঘটনায় ৮০ লাখ টাকা ক্ষতিপূরণের বিধান থাকলেও তারা ১ কোটি ৪০ লাখ টাকা দিতে সম্মতি হলেও প্রকৌশলীর পরিবারের সদস্যরা তা মানছেন না। তারা মরদেহ গ্রহণ করতে রাজি না হলেও শুধু ৫ কোটি টাকার দাবিতে অনড় রয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের পর উত্তরার একটি হিমাগারে রাখা হয়েছে। সংবাদ পেয়ে নিহতের পরিবার বাংলাদেশে আসে।

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, স্বজনরা চীন থেকে এসে কারখানার ফটকে অবস্থান নিয়ে কর্তৃপক্ষের কাছে অস্বাভাবিক ক্ষতিপূরণ দাবি করছেন।

বিষয়টি কারখানা কর্তৃপক্ষকেই সমাধান করতে হবে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় ৫ মে অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর