রাজধানীর ডেমরায় দুটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে এসব জরিমানা করা হয়। বৃহস্পতিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল এই ভেজালবিরোধী অভিযান চালায়। গতকাল র্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে মান্নান করপোরেশনকে ৫ লাখ টাকা এবং এম এম ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।