রাজধানীর শান্তিবাগে একটি খাবারের হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল মেলকার (২২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
গতকাল দুপুর দেড়টায় শান্তিবাগ মগা হাজির গলিতে ‘বিসমিল্লাহ হোটেলে’ এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, উজ্জ্বলের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরশিমুলিয়া গ্রামে। তার বাবার নাম সেলিম মেলকার। থাকতেন শান্তিবাগে একটি বাসায়।