শিরোনাম
বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

সিলেটে বাজুসের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জয়েলার্স এসোসিয়েশ (বাজুস) সিলেট জেলা শাখার প্রথম নির্বাচন। এই প্রথমবার সিলেটে প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব পেলেন জুয়েলার্স ব্যবসায়ীরা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন নির্মল কুমার রায়, আব্দুল কাদির মল্লিক, আলতা মিয়া, প্রবীর সিংহ, গোবিন্দ রায়, রতন দে, ইয়াছিন আহমদ, লক্ষণ ঘোষ, মো. মাহবুবুর রহমান সওদাগর, কাজি মো. আক্তার হোসেন, বরুণ কুমার বণিক, রাজিব ভৌমিক, হাজি মো. আয়াতুল ইসলাম খাঁন, প্রদীপ কর্মকার, হাজি বাবুল আহমদ, গৌরাঙ্গ বণিক, মো. আব্দুল হান্নান, মো. জালাল আহমদ ও মো. সেলিম আহমদ ।

সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন ঢাকা থেকে আসা বাজুসের কেন্দ্রীয় সহ সভাপতি গুলজার আহমদ, আনোয়ার হোসেন, মো. রিপনুল হাসান, বাজুসের সচিব খালেদ আকন্দ, এজিএম (এডমিন) তানভীর আহমদ, বাজুস সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও বাজুস স্ট্যান্ডিং কমিটি ও অন ডিষ্ট্রিক্ট মনিটরিং সদস্য (সিলেট বিভাগীয় প্রধান) নীহার কুমার রায়। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন হাজি মো. সুনু মিয়া, দুই সদস্য ছিলেন শেখ মো. আলমগীর হোসেন ও আবুল হাসান নজু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর