খাদ্য অধিদফতরের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরিচালক সিরাজুল ইসলাম ও তার স্ত্রী মোস্তফা সুলতানার বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি করেন সংস্থাটির উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। দুদক সূত্র বলছে, সিরাজুল ইসলাম ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার নিজ নামে মোট ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকার সম্পদ পাওয়া গেছে। তিনি সহকারী উপ-পরিচালক হিসেবে খাদ্য অধিদফতর থেকে ২০২১ সালে অবসর গ্রহণ করেন। তার নামে উত্তরা, ধানমন্ডি ও বেইলি রোডে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট থাকার খোঁজ পাওয়া গেছে। এ ছাড়া তার স্ত্রী মোস্তফা সুলতানার বিরুদ্ধে ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার নামে যশোর ও রাজধানীর মিরপুরে জমি, কাকরাইলে ফ্ল্যাট থাকার তথ্য পেয়েছে দুদক কর্মকর্তারা।