খুলনার ডাকবাংলা মোড়ে জমির মালিকানা নিয়ে জেলা পরিষদ ও সিটি করপোরেশনের মধ্যে দ্বন্দ্বের নিরসন হয়নি। এবার ওই জমিতে জেলা পরিষদের নির্মিত মার্কেটে সাইন বোর্ড ঝুলিয়েছে কেসিসি। মার্কেটের প্রবেশপথে জেলা পরিষদের দেওয়া মার্কেট উদ্বোধনের ব্যানার সরিয়ে সেখানে কেসিসির সাইন বোর্ড টানানো হয়েছে। এদিকে সরকারি দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী কেসিসি ও জেলা পরিষদের কর্মকর্তা ও সার্ভেয়ারদের নিয়ে সরেজমিন মার্কেট পরিদর্শন করেন। তিনি দুই পক্ষের মালিকানা কাগজপত্র যাচাই করেন। গত বছরের ২০ নভেম্বর ওই স্থানে জেলা পরিষদ কর্তৃক মার্কেট নির্মাণকালে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন কেসিসির একজন কাউন্সিলর। জানা যায়, ২০২২ সালের নভেম্বরে ডাকবাংলা মোড়ে সদর মার্কেটের অভ্যন্তরে ফাঁকা অংশে দোকান নির্মাণকাজ শুরু করে জেলা পরিষদ। তবে ওই স্থানে ৫০.৪০ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ জমি নিজেদের দাবি করে কেসিসি নির্মাণকাজে আপত্তি জানায়। পরে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেসিসি ওই অবস্থান থেকে সরে আসে। এদিকে জেলা পরিষদ ওই স্থানে মার্কেট তৈরি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাদ্দ দেয়। চলতি মাসের শুরুতে মার্কেট উদ্বোধনের ঘোষণা দিয়ে ব্যানারও টানানো হয়। কিন্তু কেসিসি ওই ব্যানার সরিয়ে সেখানে ‘ডাকবাংলো সুপার মার্কেট পরিচালনায় খুলনা সিটি করপোরেশন’ লেখা সাইন বোর্ড টানিয়ে দেয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান, অধিগ্রহণ সূত্রে ওই জমির মালিকানা কেসিসির।
শিরোনাম
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি