খুলনার ডাকবাংলা মোড়ে জমির মালিকানা নিয়ে জেলা পরিষদ ও সিটি করপোরেশনের মধ্যে দ্বন্দ্বের নিরসন হয়নি। এবার ওই জমিতে জেলা পরিষদের নির্মিত মার্কেটে সাইন বোর্ড ঝুলিয়েছে কেসিসি। মার্কেটের প্রবেশপথে জেলা পরিষদের দেওয়া মার্কেট উদ্বোধনের ব্যানার সরিয়ে সেখানে কেসিসির সাইন বোর্ড টানানো হয়েছে। এদিকে সরকারি দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী কেসিসি ও জেলা পরিষদের কর্মকর্তা ও সার্ভেয়ারদের নিয়ে সরেজমিন মার্কেট পরিদর্শন করেন। তিনি দুই পক্ষের মালিকানা কাগজপত্র যাচাই করেন। গত বছরের ২০ নভেম্বর ওই স্থানে জেলা পরিষদ কর্তৃক মার্কেট নির্মাণকালে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন কেসিসির একজন কাউন্সিলর। জানা যায়, ২০২২ সালের নভেম্বরে ডাকবাংলা মোড়ে সদর মার্কেটের অভ্যন্তরে ফাঁকা অংশে দোকান নির্মাণকাজ শুরু করে জেলা পরিষদ। তবে ওই স্থানে ৫০.৪০ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ জমি নিজেদের দাবি করে কেসিসি নির্মাণকাজে আপত্তি জানায়। পরে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেসিসি ওই অবস্থান থেকে সরে আসে। এদিকে জেলা পরিষদ ওই স্থানে মার্কেট তৈরি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাদ্দ দেয়। চলতি মাসের শুরুতে মার্কেট উদ্বোধনের ঘোষণা দিয়ে ব্যানারও টানানো হয়। কিন্তু কেসিসি ওই ব্যানার সরিয়ে সেখানে ‘ডাকবাংলো সুপার মার্কেট পরিচালনায় খুলনা সিটি করপোরেশন’ লেখা সাইন বোর্ড টানিয়ে দেয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান, অধিগ্রহণ সূত্রে ওই জমির মালিকানা কেসিসির।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
মার্কেট জেলা পরিষদের সাইন বোর্ড কেসিসির
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর