রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে দুটি ধন্যবাদ প্রস্তাব ছিল। পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব অঙ্গনে আত্মপ্রকাশ করায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছে। মাহবুব হোসেন বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বঙ্গবন্ধুর অন্যতম একটি স্বপ্ন ছিল। যে স্বপ্নের জন্য তিনি ষাটের দশক থেকে আন্দোলন করেছিলেন। এ রকম একটি প্রকল্প বাস্তবায়ন করতে কমপক্ষে ৬৭টি সার্টিফিকেট অর্জন করতে হয়। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন থেকেই তৎকালীন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে সে সার্টিফিকেট অর্জনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে এটি বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী আবার জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য তার কার্যক্রম শুরু করেন।তিনি রাশিয়ার সঙ্গে নেগোসিয়েশন শুরু করেন। তারই ধারাবাহিকতায় গত ৫ তারিখে রাশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে ইউরেনিয়ামের হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সাহসী ও দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপের জন্য মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। এটি সফট ওপেনিং হয়েছে যা বাংলাদেশের একটি বড় প্রকল্প। বিশ্বমানের একটি টার্মিনাল হয়েছে, যেখানে একই সঙ্গে ৩৭টি প্লেন পার্কিং করা যাবে। এ রকম সুযোগ-সুবিধা সেখানে আছে বলে তিনি উল্লেখ করেন।