এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ ওরফে বেবী হোসেন রাজধানীর গুলশানের বাসায় গতকাল বিকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্যারের স্ত্রী অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি, নিউরোসহ নানা রোগে ভুগছিলেন তিনি। এ জন্য তিনি দেশে-বিদেশে চিকিৎসা নিয়েছেন। ম্যাডামের মৃত্যুর সময় স্যার অফিসে ছিলেন। জানা গেছে স্বামী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। তাকে গোপালগঞ্জে দাফন করা হবে।
র্যাব ডিজির স্ত্রীর মৃত্যুর খবর শুনে সেখানে ছুটে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।