মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয় ঢাকা মহানগরে, বাকি একজনের ঢাকা মহানগরের বাইরে। এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে মারা গেলেন ১ হাজার ৬৬৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। তার মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ১০৩ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩১০। চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ১০১ এবং ঢাকার বাইরে ২ লাখ ৮ হাজার ৫৪৪ জন। উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীত প্রায় চলে এলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত বছর শীতে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত বছরের এ সময়ের দ্বিগুণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর