মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অর্থনৈতিক সংকট করোনার সময়কে ছাড়িয়ে যাচ্ছে : সৈয়দ নাসিম মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

দেশে এখন যে অর্থনৈতিক সংকট চলছে তা করোনার সময়কেও ছাড়িয়ে গেছে। করোনার সংকটময় পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি খাতকে প্রণোদনা দিয়েছিল সরকার। এখন তার চেয়েও খারাপ অবস্থা। ব্যবসা টিকিয়ে রাখতে তাই সুনির্দিষ্টভাবে এসএমই খাতকে বিশেষ সহায়তা দেওয়া প্রয়োজন। মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি ও এপেক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর গতকাল রপ্তানি প্রস্তুতি তহবিল (ইআরএফ) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

নাসিম মঞ্জুর বলেন, মূল্যস্ফীতি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। ডলারের বড় সংকট চলছে। সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো নেতিবাচক। এ অবস্থা ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে। এমন পরিস্থিতি উত্তরণে সরকারের সহযোগিতা দরকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর