সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কেউ ভোট কেন্দ্রে যাবেন না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

কেউ ভোট কেন্দ্রে যাবেন না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগ নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছেন। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছেন। তাই এ লুটপাটের অর্থে গড়া বেহেশত তারা হাতছাড়া করতে চান না। সেজন্য আওয়ামী লীগ আমরা আর মামুরা নির্বাচনের আয়োজন করছে। তাই এ নির্বাচন সবাই বর্জন করুন। কেউ ভোট কেন্দ্রে যাবেন না। গতকাল সকালে ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন’ সফল করতে মালিবাগ কাঁচাবাজারে  লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান। রিজভী আহমেদ বলেন, তারা যে লুট করে সম্পদ করেছেন, সম্পদ পাচার করেছেন,  বিত্তবৈভবের মালিক হয়েছেন- তা রক্ষা করতে চান। সেজন্যই এমন নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান। তিনি বলেন, দুর্নীতিবাজ, লুটেরা ও খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ খবর