রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে প্রথমবারের মতো ভোট দেবেন ৫৬ হিজড়া

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে এবার প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন ৫৬ জন হিজড়া। আজ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

জানা যায়, চট্টগ্রামে ১৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের দ্বাদশ নির্বাচনে ১৬টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন। তবে তৃতীয় লিঙ্গ পরিচয়ে এবার প্রথমবারে মতো মোট হিজড়া ভোটার ৩৬০ জন। আশা নামের এক হিজড়া বলেন, সরকার আমাদের ভোটাধিকার দিয়েছে। তাতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এর জন্য আমাদের বন্ধু সংগঠনের মাধ্যমে নানাভাবে তৎপরতা চালিয়েছি। ভোট দিতে পারার খুশিটা আমাদের জন্য আজ ঈদের মতোই। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে মোট হিজড়া ভোটার ৫৬ জন।

এর মধ্যে চট্টগ্রাম-১ আসনে ২ জন, চট্টগ্রাম-২ আসনে ৩ জন, চট্টগ্রাম-৩ আসনে ২ জন, চট্টগ্রাম-৪ আসনে ৮ জন, চট্টগ্রাম-৫ আসনে ১ জন, চট্টগ্রাম-৮ আসনে ১ জন, চট্টগ্রাম-৯ আসনে ৮ জন, চট্টগ্রাম-১০ আসনে ২৬ জন, চট্টগ্রাম-১১ আসনে ২ জন, চট্টগ্রাম-১৪ আসনে ১ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর