শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জাবিতে কমছে ভর্তিচ্ছুর সংখ্যা

রুবেল হোসাইন, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিক কমেই চলেছে। বিশ্ববিদ্যালয়টিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের চেয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৫১ হাজার ৬৫১টি আবেদন কমেছে। বুধবার রাত ১১টা ৫৯ মিনিটে এবারের অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ১ হাজার ৮৪৪ আসনের বিপরীতে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী। যেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮ আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ১০টি আবেদন জমা পড়েছিল। সেবার প্রতি আসনের বিপরীতে ১৩৬ শিক্ষার্থী লড়েছেন। এমনকি ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮ আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬টি আবেদন জমা পড়ে। ওই বছর প্রতি আসনের জন্য ১৫১ জন প্রতিযোগিতা করেন। অন্যদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৯ জন আবেদন করেন বলে জানা যায়। সে তুলনায় এবার জাবিতে ১ লাখ ১০ হাজার ৬২০ জন ভর্তিচ্ছু কমেছে। যদিও কর্তৃপক্ষের দাবি, সেবার বিশ্ববিদ্যালয়টিতে ১০ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ায় একই শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করেন।

 তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা, সেশনজট, অভ্যন্তরীণ রাজনীতি, র?্যাগিংসহ বিভিন্ন কারণে অনেক অভিভাবক সন্তানদের জাবিতে ভর্তি করাতে চান না বলে জানিয়েছেন একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সীমান্ত বর্ধন বলেন, সেশনজট, গণরুম সংস্কৃতিসহ বিভিন্ন সমস্যার কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন জাবিতে ভর্তি হতে চান না। এ ছাড়া আসন সংকটের অজুহাতে দীর্ঘদিন ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনলাইনে ক্লাস নেওয়ায় এ বছর ভর্তিচ্ছুর সংখ্যা কমেছে। তবে অনলাইনে ক্লাস নেওয়ায় আবেদন সংখ্যা কমার কথা অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এইচএসসিতে খারাপ ফল হওয়ায় এবার অনেকেই আবেদন করতে পারেনি। তা ছাড়া এ বছর ভর্তি আবেদনের যোগ্যতা অনেক বেশি হওয়ায় আবেদনের সংখ্যা কমতে পারে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর