বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, দেশের স্বার্থের প্রতি তোয়াক্কা না করে ভারতের সঙ্গে রেল ট্রানজিটসহ দেশবিরোধী চুক্তি করা হয়েছে। এসব চুক্তি বাতিল করতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না। গতকাল রাজধানীর পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আগামী ৩০ জুলাই ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা সম্মেলন সফল করতে সংগঠনের নেতা-কর্মী, আলেম ওলামা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। দলের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করিম জালালী প্রমুখ।
অধিবেশনে ট্রানজিটসহ সব চুক্তি বাতিল, আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে মুসলিম হত্যা বন্ধে কার্যকরি পদক্ষেপ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, আল্লাহ, রসুল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি মৃত্যুদে র বিধান পাস, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা. পাঠ্যপুস্তক থেকে শিরকি ও কুফরি পাঠ বাতিল, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, খেলাফত প্রতিষ্ঠার আহ্বানসহ ১১ দফা প্রস্তাব পাস করা হয়।