শিরোনাম
শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শহীদুল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক

তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শহীদুল্লাহ আর নেই

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই। গতকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অর্থনীতিবিদ আনু মুহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ টেক্সাসে ছেলের বাসায় ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাংলাদেশের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে তিনি ঐতিহাসিক ও অগ্রগামী ভূমিকা পালন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর