সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কামাল আহমদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ী বাইরাখেল এলাকার ১২৯২ সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে বিজিবি। তার বিরুদ্ধে সিলেট মহানগরীর জালালাবাদ থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার ও ওষুধপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া কামাল আহমদ প্রথমে বিজিবি হেফাজতে থাকলেও পরবর্তীতে সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়। পরে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম।কামাল আহমদকে গতকাল আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ।