জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেছেন, ধর্মগোত্রনির্বিশেষে স্রষ্টার আরাধনা করতে পারলে অচিরেই জঙ্গিবাদের অবসান হবে। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে রবিবার হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৮তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনাসভায় তিনি এসব কথা বলেন। উপ-উপাচার্য বলেন, বিশ্বশান্তির জন্য সুফি আজান গাছী (রহ.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্যের পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আঞ্জুমান দেয়াল করে না, তারা প্রীতির সেতু তৈরি করে। হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের সভাপতি আলহাজ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাক্কানী আঞ্জুমান কেন্দ্রীয় কার্যালয় কলকাতার খাদেম মুন্সী বদিয়ার রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন মাহমুদ এলাহি সোহেল। আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমশের আলী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন ডি’ রোজারিও, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি স্বামী অদ্বেশানন্দ মহারাজ প্রমুখ।