বসুন্ধরা সোসাইটি অব বাঞ্ছারামপুরের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও সোসাইটির সভাপতি মো. খুরশীদ আলম। সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম জাকারিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক রকিব উদ্দিন আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য দেন সোসাইটির সহসভাপতি প্রফেসর মাজহারুল ইসলাম। সভায় বসুন্ধরা গ্রুপের কোষাধ্যক্ষ ও বসুন্ধরা সোসাইটি অব বাঞ্ছারামপুরের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, বাঞ্ছারামপুরের কৃতিসন্তান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তাঁর হাত ধরে ইন্ডাস্ট্রি সেক্টর অনেক এগিয়ে গেছে। তিনি দেশে প্রথম এলপিজি গ্যাস, টয়লেট টিস্যুসহ অনেক পণ্য উৎপাদন কার্যক্রম শুরু করেন। তাঁর দূরদর্শিতায় বসুন্ধরা গ্রুপ আজ এ পর্যায়ে এসেছে। দেশের অর্থনৈতিক খাতে বড় ভূমিকা রাখছে। সভাপতির বক্তব্যে খুরশীদ আলম বলেন, বসুন্ধরার মতো একটা ইন্ডাস্ট্রি তৈরি করে দেখান, নাক দিয়ে দুধ বের হয়ে যাবে। শুধু শুধু সমালোচনা ও অপপ্রচার করবেন না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শুধু শিল্প গ্রুপ-ই তৈরি করেননি, সেখানে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান করেছেন। এ ৫০ হাজার মানুষকে ঘিরে তার পরিবার বেঁচে আছে। দেশের অর্থনৈতিক চাকা শক্তিশালী করার সঙ্গে বিশ্বের বুকে বসুন্ধরা গ্রুপ এগিয়ে যাক, সেই সফলতা কামনা করি। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর মাজহারুল ইসলাম, মো. আতিকুর রহমান, জালাল উদ্দিন আহাম্মদ (স্বপন), মো. রফিকুল ইসলাম সবুজ, গাজী বিল্লাল হোসেন ও কাজী হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন আহমেদ ও মোহাম্মদ হাসানুজ্জামান (টিপু), অর্থ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল, দপ্তর সম্পাদক মো. হাতেম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম (শামীম), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসীন, শিক্ষাবিষয়ক সম্পাদক এ কে এম আবু হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াকুব মিয়া, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মো. খোরশেদ আলম ও মহিলাবিষয়ক সম্পাদক পারুল বেগম, নির্বাহী সদস্য ফাতেমা খাতুন, মো. আনিসুর রহমান, মো. লিটন সরকার, মো. হাবিবুর রহমান সাগর, হরিপদ সরকার ও মাহমুদুল হাসান।