চট্টগ্রামের জিমনেসিয়াম মাঠে আগামী ১ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবং চট্টগাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় এবারের বইমেলা সাজানো হচ্ছে জুলাই বিপ্লবকে উপজীব্য করে। বইমেলার পাশাপাশি থাকবে প্রদর্শনী, ভিডিও এবং বিপ্লবসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি। বর্তমানে চট্টগ্রামে সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্য ৫২, নতুন আবেদন করা হয়েছে ১৬টির। জানা যায়, এবারের মেলায় মোট ১৪০টি স্টল বরাদ্দ পেয়েছে। এর মধ্যে চট্টগ্রামের প্রকাশনী সংস্থা ৬৫টি, ঢাকার ৪০টি এবং বাকিগুলো প্রতিবন্ধী, বাংলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সংস্থা বরাদ্দ নিয়েছে। গত বছরের মেলায় ১৫৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।
মেলার মঞ্চে প্রতিদিন চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি, ঐতিহ্য, আদিবাসী, নজরুল, রবীন্দ্র, চট্টগ্রামের গান-ভাষাসহ বিভিন্ন থিমের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু বলেন, আসন্ন বইমেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পুরোদমে চলছে স্টল নির্মাণের কাজও। আমরা মনে করি, বইমেলা এবার জিমনেসিয়াম মাঠে হওয়ার কারণে পাঠক-লেখক ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হবে।