কেনাকাটায় জমজমাট অফার নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলে চলছে ক্লিয়ারেন্স সেল ক্যাম্পেইন। গত শনিবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ দিনের এ বিশেষ আয়োজনে অংশ নিচ্ছে দেশসেরা আটটি কাপড়ের ব্র্যান্ড। গতকাল আয়োজনের তৃতীয় দিন সন্ধ্যায় বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-১ এ গিয়ে দেখা যায় ক্রেতাদের ব্যাপক সমাগম। পছন্দের ব্র্যান্ড থেকে আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনার এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ক্রেতারা। মাত্র ৫০০ টাকায় শার্ট, পাঞ্জাবি থেকে শুরু করে প্রায় সব ধরনের পোশাকে ২০ থেকে ৮০ শতাংশ ছাড় দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ড।
আয়োজনে অংশ নেওয়া ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে মেন্স ওয়ার্ল্ড, ক্লাবহাউস, ক্যাপশন, স্পø্যাশ, ফ্রিল্যান্ড, ভোগ বাই প্রিন্স, কিউরিয়াস এবং ইনফিনিটি। প্রত্যেক ব্র্যান্ডে ছিল আলাদা আলাদা ছাড়ের আয়োজন। ব্র্যান্ড ভেদে যা ছিল ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। রাজধানীর মিরপুর থেকে শপিং করতে এসেছেন রাহুল পারভেজ জিসান। তিনি বলেন, পরিবার নিয়ে সব সময় এখানেই কেনাকাটা করেন। এখানে টগি ফান ওয়ার্ল্ডে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা থেকে শুরু করে এক ছাদের নিচে সব পণ্য পাওয়া যায়।
এর মধ্যে পছন্দের ব্র্যান্ড যদি অফার দেয় তাহলে কেনাকাটার আমেজ বহুগুণ বেড়ে যায়। বসুন্ধরার এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রতি বছরই এমন আকর্ষণীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জেরিন তাসনিম নামের আরেক ক্রেতা বলেন, এমন অফার পেলে আমরা যারা শিক্ষার্থী রয়েছি তাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা চাই বসুন্ধরা শপিং মল এমন আকর্ষণীয় অফারের উদ্যোগ আরও বেশি বেশি গ্রহণ করুক।
আয়োজনে অংশ নেওয়া বিক্রেতারা বলেন, পোশাক ভেদে ২০ থেকে ৫০ ভাগ পর্যন্ত ছাড় রয়েছে। সেই সঙ্গে এ অফার শুধু বসুন্ধরাতেই সীমাবদ্ধ বলেও জানান এসব ব্র্যান্ডের প্রতিনিধিরা। একই সঙ্গে ক্লিয়ারেন্স সেলের এমন সুযোগ করে দেওয়ার জন্য বসুন্ধরা সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।