বিএনপির কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশ আজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশের আইনশৃঙ্খলার উন্নতি, পতিত ফ্যাসিবাদ সরকারের দোসরদের বিচারের দাবি, দেশ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য অতি দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ নগরীর কাজির দেউড়ি নুর আহমদ সড়ক চত্বরের এ সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘উত্তর জেলার প্রতিটি উপজেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেবেন। আমরা এ সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় পরিণত করতে চাই।’
জানা যায়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রধান বক্তা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক ও লায়ন আসলাম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বিচারপতি ফয়সাল মোহাম্মদ ফয়েজী, হুম্মাম কাদের চৌধুরী, সাথী উদয় কুসুম বড়ুয়া ও সুশীল বড়ুয়া।