চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে সাশ্রয় হচ্ছে ৪ হাজার ২০০ কোটি টাকা। প্রকল্পের জন্য পৃথক ভূমি অধিগ্রহণের প্রয়োজন না হওয়ায় এ টাকা সাশ্রয় হচ্ছে। তবে ডলারের দাম বৃদ্ধি পাওয়াসহ নানা কারণে বিলম্বে কাজ শুরু হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে ১ হাজার ৪১০ কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসা ১৯৬৩ সালে সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজ শুরু করে। তবে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি পানি সরবরাহের কাজই করে আসছিল। দীর্ঘ ৬০ বছর পর ওয়াসা স্যুয়ারেজ প্রকল্প গ্রহণ করে। স্যুয়ারেজ প্রকল্পের পরিচালক ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের আরও ক্যাচমেন্ট পতেঙ্গা ও কাট্টলীর দুটি ট্রিটমেন্ট প্ল্যান্ট একই জায়গায় করার সিদ্ধান্ত এসেছে। এতে পৃথকভাবে জমি অধিগ্রহণের প্রয়োজন পড়েনি। ফলে এই প্রকল্পে প্রায় ৪২০০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। প্রকল্পের মেয়াদও ব্যয় বাড়ানো হয়েছে। প্রকল্প অনুমোদনের সময় ডলারের মূল্যের চেয়ে বর্তমানে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে। প্রকল্প সূত্রে জানা যায়, স্যুয়ারেজ প্রকল্পের আওতায় প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ পয়োঃপাইপলাইন বসানো হচ্ছে। এর মধ্যে ১৮০ কিলোমিটার অগভীর এবং ২০ কিলোমিটার গভীর পাইপলাইন। এখন পর্যন্ত বসানো হয়েছে ৯০ কিলোমিটার পাইপলাইন। দক্ষিণ কোরিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান তায়ং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পটির নির্মাণকাজ পরিচালনা করছে। প্রকল্প বাস্তবায়িত হলে নগরের প্রায় ২০ লাখ নাগরিক আধুনিক স্যুয়ারেজ সংযোগ সুবিধা পাবেন।