ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, যে কোনো দুর্যোগ ও দুর্বিপাকে প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সব ধরনের অপারেশনে আমাদের ফায়ার ফাইটাররা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
গতকাল প্রতিষ্ঠানটির সদর দপ্তরে ‘ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে-২০২৫’ উদ্যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত ৪৫ জন কর্মকর্তা ও ফায়ার ফাইটারকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ডিজি বলেন, ‘আপনাদের প্রজ্ঞা, দক্ষতা ও মানবিকতার প্রতি ভালোবাসা এ অধিদপ্তরের প্রতিটি কাজকে সফল করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমার প্রত্যাশা। আপনারা দগ্ধ ভবনে প্রবেশ করেন, সড়ক ও নৌযান দুর্ঘটনায় ছুটে যান, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবনের স্পন্দন খুঁজে আনেন। এর মাধ্যমে আপনারা অর্জন করেছেন সবার আস্থা ও ভালোবাসা। আপনাদের ত্যাগ ও অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে আজকে আমরা সম্মাননা জানাচ্ছি।’
অনুষ্ঠানে অপারেশনাল কাজে নিহত বিশ্বের সব ফায়ার ফাইটারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সারা দেশ থেকে সব কর্মকর্তা অনলাইনে সংযুক্ত থেকে অনুষ্ঠানে অংশ নেন। বাদ জোহর ফায়ার সার্ভিসের সব মসজিদে প্রয়াত ফায়ার ফাইটারদের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়।