কোনোভাবেই থামানো যাচ্ছে না সীমান্তে গড়ে ওঠা মানুষ পাচারচক্রকে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রতিটা সীমান্ত এলাকায় রয়েছে এ পাচারের শক্তিশালী সিন্ডিকেট চক্র। স্থানীয় ভাষায় মানুষ পাচারচক্রকে ‘ধুড় পাচারচক্র’ বলা হয়। কতিপয় পুলিশ ও বিজিবির দালাল পরিচয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পাচার করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক খোশালপুর গ্রামের কয়েকজন জানান, দালালরা মাথাপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকার বিনিময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা মানুষ (ধুড়) ভারতে পাচার করে আসছে। পাচার কালে অনেক নারী দালাল চক্রের দ্বারা ধর্ষণের শিকারও হয়েছেন। গত সোমবার রাতে ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে চোরাই পথে মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করে।
একই সময় কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করেছে।
এভাবেই শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে আটক করে।
খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জনকে আটক করে। একই সময় বেণীপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বেণীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করে। অপর দিকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে একই সময় ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচজনকে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে মহেশপুর থানায় মামলা হয়েছে।