রপ্তানিমুখী বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের পক্ষে ওকালতি করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুর রহমান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত এক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘প্লাস্টিকশিল্পে ঝুঁকি নিরসন ও এলডিসি উত্তরণে প্রস্তুতি’- এ দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে সেমিনার দুটিতে দেশের প্লাস্টিকশিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করা হয়। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও ব্যবসা উন্নয়ন কাউন্সিলের (বিপিসি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, পলিসি সাইটে আমাদের জায়ান্ট শনাক্ত করতে হবে। বাস্তব ভোগ না হলে দেশ উন্নত হওয়ার সুযোগ নেই। আমি নিশ্চিত করছি, রপ্তানিমুখী বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা হবে ব্যবসায়ীদের পক্ষে। ব্যবসায়ীদের পক্ষ হয়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমরা ওকালতি করব।
বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ বলেন, আমরা শিল্পের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতের বাজার চাহিদার সঙ্গে তাল মেলাতে চাচ্ছি। তাই প্রযুক্তিগত উন্নয়ন, গুণগত মান রক্ষা ও রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমারাত ডিজাইনারস অ্যান্ড কনসালটেন্টসের লিড অ্যাসেসর এস এম সাইফুল ইসলাম এবং এলডিসি উত্তরণ নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম।