বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি এ প্রক্রিয়া সম্পন্ন করেন। মঙ্গলবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে দুপুরে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ে পৌঁছুলে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অভ্যর্থনা জানান। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে নিয়ে কার্যালয়ের সামনে যান। সাবেক ভিসির অপসারণের দাবিতে দেওয়া তালা শিক্ষার্থীরা নিজেরা ও উপাচার্যকে দিয়ে খোলেন। পরে তাকে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্র্থীসহ সবাই। দায়িত্বভার গ্রহণের পর উপাচার্য সাংবাদিকদের বলেন, বিশেষ একটি পরিস্থিতিতে সরকার তাকে নিয়োগ দিয়েছে। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি পর্যায়ে নিয়ে যেতে।