চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য চালু করা হলো ‘স্টুডেন্টস হেলথ কার্ড’। গতকাল সকালে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রাথমিকভাবে এ কার্ডের মাধ্যমে পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়, গুলএজার বেগম সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন এবং কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের এ উদ্যোগের আওতায় আনা হয়েছে।
চসিক মেয়র বলেন, এ অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে চসিকের অন্যান্য স্কুলেও এ স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হবে। শিশুদের স্বাস্থ্য রক্ষা শুধু অভিভাবকদের নয়, বরং প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনেরও দায়িত্ব। এ হেলথ কার্ডের মাধ্যমে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।