জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের আর ফিরে আসার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে। এখানে সবাইকে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে ভূমিকা রাখতে হবে।
গতকাল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত স্নাতকোত্তর চিকিৎসকদের সম্মাননা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, বর্তমানে যারা দায়িত্বে আছেন, যারা অন্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না, যাতে নতুন করে উত্তেজনা এবং দেশের সমস্যা সৃষ্টি হবে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও জামায়াতের আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামায়াত দুটি রোডম্যাপ চেয়েছে-একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ, অন্যটি সংস্কারের রোডম্যাপ। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। তার পাশাপাশি কিছু সংস্কার করার প্রয়োজন আছে। যেটা একটি সুষ্ঠু নির্বাচন এবং সঠিক রাজনীতি করার জন্য সহায়ক হবে।