১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সনদ দাবিতে বিক্ষোভ দিনে দিনে বাড়ছেই। গতকাল সারাদিন রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। গত কয়েক দিন ধরেই তারা এ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বলেন, গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে এনটিআরসিএ। এ ফলাফলে মৌখিক পরীক্ষাতেই বাদ দেওয়া হয়েছে ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থীকে। অথচ এনটিআরসিএ সনদ দেওয়া হয়ে থাকে শুধু লিখিত পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে। ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মৌখিক পরীক্ষায় পাস করতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। প্রার্থীদের অভিযোগ ৪০ শতাংশের বেশি নম্বর পেলেও ফেল করানো হয়েছে। কারণ ২০ নম্বরের মধ্যে ১২ নম্বর দেওয়া হয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ওপর। আর প্রশ্নোত্তরের ওপর ভিত্তি করে দেওয়া হয় ৮ নম্বর।
আন্দোলনরতরা বলেন, বিধি লঙ্ঘন করে আমাদের ফেল করিয়েছেন এনটিআরসিএ কর্তাব্যক্তিরা। মৌখিক পরীক্ষায় অনভিজ্ঞ, বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ না থাকাসহ মৌখিক পরীক্ষায় অবান্তর নানা প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে সনদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।