গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, পরাজিত ফ্যাসিস্টরা বসে নেই। তারা জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। তাদের সব অপতৎপরতা রুখে দিয়ে গণ অভ্যুত্থান সফল করতে হবে। গতকাল জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দিপক কুমার রায় প্রমুখ।
জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এক্ষেত্রে মব সৃষ্টির কোনো সুযোগ নেই। মবের সুযোগ নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।