‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ এ স্লোগান সামনে রেখে ঢাকা-১২ আসনে গণমিছিল ও বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল ঢাকা মহানগরী উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলানগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ও মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। মিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট, ট্রাকস্ট্যান্ড, সাতরাস্তা হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়।