দুই দিন পর সিলেটের সুরমা নদীতে ভেসে উঠেছে মাদরাসাছাত্র এবাদুর রহমান আবিরের (১৩) লাশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার টুকেরবাজার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর ঘাসিটুলা বেতেরবাজার এলাকায় খেলতে গিয়ে বল পড়ে যায় সুরমা নদীতে। পরে নদী থেকে বল আনতে গিয়ে নিখোঁজ হয় আবির।
আবির আহমদ ঘাসিটুলা বেতেরবাজার জামেয়া নুরুল হেরা মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ও গোয়াইনঘাট উপজেলার জাফলং সোনাটিলা গ্রামের মিজানুর রহমান মুসার ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সুরমা নদী থেকে বল তুলতে গিয়ে তলিয়ে যায়।
এরপর ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি। গতকাল টুকেরবাজার খেয়াঘাট এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে।