আগের দিনের ধারাবাহিকতায় গতকালও ঢাকার শেয়ারবাজারে শেয়ার বিকিকিনিতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। তবে মূল্যসূচকের উত্থান দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া লেনদেন সপ্তাহের তৃতীয় দিনে ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। ডিএসইতে বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এতে প্রধান সূচকও বেড়ে যায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সেখানেও মূল্যসূচক বেড়েছে। ডিএসইতে সব খাত মিলিয়ে ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। বিপরীতে দাম কমেছে ১০৩টির। আর ৭৬টির দাম অপরিবর্তিত থাকে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭০৬ কোটি ৩২ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল লাভেলো আইসক্রিমের শেয়ার। ১০১ টাকা ৬০ পয়সা থেকে কমে ৯৮ টাকা ৪০ পয়সায় কোম্পানিটির ১৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে সামিট এলায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪ লাখ টাকার। ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে ১৯১ প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৬০ লাখ টাকা।