পাবনার ভাঙ্গুড়া উপজেলার এতিম ভাইবোন মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। গতকাল বিকালে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে এক অনুষ্ঠানে শিশু দুটিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে সম্প্রতি মরিয়ম ও ইসমাইলের অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি তারেক রহমানের নজরে আসে। অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন এতিম শিশু দুটির সার্বিক খোঁজখবর নিতে। এরই ধারাবাহিকতায় গতকাল শিশু দুটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এদিকে আমরা বিএনপি পরিবার-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষ থেকে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়ালেখার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা ও পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।