২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৫০

করোনা আতঙ্কে জাপানের ডিজনিল্যান্ড বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

করোনা আতঙ্কে জাপানের ডিজনিল্যান্ড বন্ধ ঘোষণা

চীন ছাড়িয়ে এরইমধ্যে ৫২টি দেশে ছড়িয়ে পরেছে করোনাভাইরাস। মৃতের সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৮৫০ জন মারা গেছে। এছাড়া আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ৮৩ হাজারের বেশি।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২ সপ্তাহের জন্যে ডিজনিল্যান্ড থিম পার্ক বন্ধ করে দিয়েছে জাপান। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতন হওয়ার আবেদন জানানোর পরই পার্ক কর্তৃপক্ষ এই বন্ধ ঘোষণা করে। 

এক বিবৃতিতে তারা জানায়, ২৯ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে পার্কটি। তারা আরও জানায়, ১৬ মার্চ পার্কটির দরজা খোলা হবে। তবে সেটিও নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটার উপর।

জাপানে ডিজনিল্যান্ডের দুইটি থিম পার্ক রয়েছে। সে দুইটি হচ্ছে ডিজনিল্যান্ড এবং ডিজনি সি। প্রতি বছর এই থিম পার্ক দুটিতে প্রায় ৩ কোটি পর্যটকের আগমন হয় বলে জানিয়েছে ডিজনি কর্তৃপক্ষ। 

সূত্র: মেটরো ডটকম

বিডি প্রতিদিন/হিমেল 

সর্বশেষ খবর