শিরোনাম
২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:১৪

ভারতে ভয়াবহ রূপ নিতে পারে করোনাভাইরাস: মার্কিন গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক

ভারতে ভয়াবহ রূপ নিতে পারে করোনাভাইরাস: মার্কিন গোয়েন্দা সংস্থা

ভারতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইলসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ভারতে করোনা সংক্রমিত হলে দ্রুত তা উপমহাদেশের অন্যান্য দেশগুলোকেও ঝুঁকিতে ফেলবে বলে মনে করছে সংস্থাটি।

ডেইলি মেইল জানায়, ভারতে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। কিন্তু জনসংখ্যার ঘনত্বের কারণে দেশটিতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। দেশটির করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করার ক্ষমতা অত্যন্ত সীমিত বলে মনে করছে তারা।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা জানায়, এসব আশঙ্কার ফলে চীনের পরে করোনা ভাইরাসের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যে দেশ তাদের সবচেয়ে চিন্তায় রেখেছে তা হলো ভারত।

নিউইয়র্ক পোস্ট জানায়, করোনাভাইরাসের হামলা ঠেকাতে যতটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, তা এই দেশের বেশিরভাগ জায়গাতেই নেই বলে মনে করছে তারা। 

চীনের বাইরেও অন্যান্য দেশে করোনা ভাইরাসের গতিবিধির ওপর বিশেষ নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কোন দেশের সরকার করোনা ভাইরাস প্রতিরোধে কতটা প্রস্তুত, সেদিকেও নজর রাখা হচ্ছে। সেই পর্যবেক্ষণ করতে গিয়ে ভারত প্রসঙ্গে এই মন্তব্য করেছে সংস্থাটি।

ভারতের পাশাপাশি ইরানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস ঠেকাতে ইরান যে ব্যবস্থা গ্রহণ করেছে তা অকার্যকর প্রমাণিত হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর