চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের সেবার জন্য নিজেদের উৎসর্গ করে চলেছেন দেশটির সেবিকারা। তাদেরই একজন হু লিংলিং, যাকে ছবিতে ট্রেনের ভেতরে দেখা যাচ্ছে। করোনা আক্রান্তদের সেবার জন্য সাংহাইয়ের সেন্ট্রাল হাসপাতাল থেকে আরও অনেক নার্সের সঙ্গে তিনিও উহান শহরে যাচ্ছেন।
ট্রেনে উঠে কাঁচের জানালার পাশে থাকা স্বামীকে বিদায় জানাচ্ছেন লিংলিং। কাঁচের দূর্গ ভেদ করে যেন শেষবারের মতো প্রিয় মানুষটির স্পর্শ পাওয়ার চেষ্টা করছেন তিনি। বেঁচে থাকলে দেখা হবে-বিষয়টা অনেকটা এমন! সুযোগ পেলে করোনা ভাইরাস যে তাকেও ছাড়বে না!
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৫ জন। এই ভয়াবহ দুর্যোগ ঠেকানোর জন্য সারা দেশ থেকে ৬ হাজার মেডিক্যাল কর্মীকে উহান শহরে পাঠিয়েছে চীন সরকার। নার্স লিংলিং তাদের অন্যতম।
করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে! শ্বাস-প্রশ্বাস, খাবার এমনকী হ্যান্ডশেক করার মাধ্যমেও দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। এই ভাইরাস ঠেকাতে এখনও কোনো টিকা বা চিকিৎসা আবিস্কৃত হয়নি। প্রচলিত ব্যবস্থাতেই চলছে রোগীদের চিকিৎসা। রোগীদের সেবায় মৃত্যুভয় তুচ্ছ করে কাজ করে যাচ্ছেন ডাক্তার-নার্সরা। এই ৬ হাজার ডাক্তার-নার্স থেকে সবাই করোনাভাইরাসের হাত থেকে বেঁচে ফিরতে পারবেন কিনা, কেউ জানে না!
বিডি-প্রতিদিন/মাহবুব