বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংক্রমণ থেকে নিরাপদে থাকতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা করমর্দন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। তবে এর বিপরীত অবস্থানে থাকছে অস্ট্রেলিয়া।
শুক্রবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর কোচ জাস্টিন ল্যাঙ্গার বলছেন এ সিরিজ চলাকালে তারা মাঠে বা ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে মেলামেশার বর্তমান রীতির কোনও পরিবর্তন ঘটাবেন না।
তিনি বলেন, ‘আমরা করমর্দন অব্যাহত রাখব। অস্ট্রেলিয়ার সরঞ্জামে প্রচুর পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। আমি নিশ্চিত আমরা করমর্দন অব্যাহত রাখব।’
বিডি প্রতিদিন/কালাম