করোনাভাইরাসের কার্যকরি কোন প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। তবে আশার কথা হচ্ছে, শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা সেটা এবার জানা যেতে পারে মাত্র ৩০ মিনিটেই। সেই পদ্ধতিই আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা।
এমআইটি'র বিজ্ঞানীরা বলছেন, এই পদ্ধতি আসলে পেপার-টেস্ট। অনেকটা প্রেগন্যান্সি টেস্ট-কিটের মতো। আক্রান্তের থুতু, লালা, রক্ত, মূত্র বা দেহরসের নমুনা এই টেস্ট-কিটের উপর ফেললেই ধরা পড়বে শরীরে সংক্রামক ব্যধি করোনা রয়েছে কি-না। পেপার-টেস্টের এই পদ্ধতি মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর অনুমতির অপেক্ষায় রয়েছে।
করোনাভাইরাসের খোঁজ পেতে বিশেষ পেপার-টেস্টের পদ্ধতির আবিষ্কারক এমআইটি'র অধ্যাপক লি গেহরকে। তিনি বলেছেন, 'অন্যান্য ভাইরাসের শনাক্তকরণে যখন এই পেপার-টেস্ট কাজে এসেছে, তখন আশা করাই যায় নোভেল করোনাভাইরাসের খোঁজ পেতেও এই পরীক্ষা পদ্ধতি কাজে আসবে। একবার ভাইরাস ধরা পড়লে সঙ্গে সঙ্গেই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা শুরু করা যাবে রোগীর।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন