মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রেস্টুরেন্ট বন্ধ করাসহ ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্র লকডাউনে রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ১০ জনের বেশি লোকের জমায়েত না করার আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস থেকে প্রত্যেকে এবং সবাই মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী ১৫ দিন পানশালা, ফুটকোর্ড ও রেস্তোরাঁয় না যাওয়ারও আহ্বান জানান। আক্রান্ত এলাকার স্কুলগুলো বন্ধ করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/ফারজানা